মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, রিয়াজুল ইসলাম কালু প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেদওয়ানুল হক বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামিম শাহ্ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদ দৌল্লা, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, সদস্য সচিব আবু সাইদ বাবুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী তুহিন বলেন,
“জনাব তারেক রহমানের নির্দেশ স্পষ্ট—দলীয় ঐক্য বজায় রেখে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।
তিনি আরও বলেন,
যুবদল হচ্ছে বিএনপির প্রাণ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
বক্তারা বলেন, আজকের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী চেতনা থেকে যুবদলের জন্ম দিয়েছিলেন, তা আজও তরুণ সমাজের অনুপ্রেরণা। বর্তমান দুঃসময়ে ঐক্য, সংগঠনশক্তি ও নেতৃত্বের বিকাশ ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে গাছবাড়ি মোড় হয়ে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর এলাকা।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।