
মা
মায়ের মতন এত আপন
এই দুনিয়ায় নাই,
মায়ের পায়ের নীচে
বেহেশত পাবে—
খুঁজে নাও সবাই।
মাকে তুমি দুঃখ দিলে,
খোদা নারাজ হয়,
সেই মাকে স্মরণ করলে
কেটে যায় সকল ভয়।
ভালোবাসার সম্মান
ভালোবাসায় এতো কষ্ট
জানা ছিল না আগে।
ভুল বুঝিয়ে চলে গেলে,
কথা বলো না আর রাগে।
ভালোবাসায় রাগ চলে না,
তবুও এতো মান অভিমান।
মিলন মেলায় আস সবাই,
তবেই ভালোবাসার সম্মান
অভাব
অভাব আমায় দেখতে দিল না
পৃথিবীর রঙিন রূপখেলা,
ভোর থেকে রাত, জীবনের সাথে
লড়ি আমি সারা বেলা।
নুন আনতে যে পান্তা পোড়ায়,
তার কি আছে স্বপ্নের সময়?
হৃদয়ে জ্বলে আশা নিভে—
তবু বাঁচি, বাঁচা দায়।