কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি আমার জীবনে আগত আলোর আভা
কবির জীবনে ঝুমকার মত নারীর গহনা শোভা!
ইচ্ছে হয় ত্রিভুজ নদীর জলে অবগাহনে শীতল করি দেহ
কলঙ্কিত হতে ইচ্ছে হয় যুগল চিত্র একে, প্রণয়নে আত্মহনন করে কি কেহ?
তোমার পঞ্চাশোর্ধ যৌবন সন্ধ্যায় উদিত অংশুমালী দেখবো
মরা নদীর মন্থর গতির স্রোতে আবার বান ডাকবো!
শিশির ভেজা শস্যক্ষেতে জড়াজড়ি করে হলুদ পরাগ মাখবো
কুয়াশাচ্ছন্ন শশীর জোছনায় গাঁয়ের মেঠো পথে হাটবো!
তোমার ত্রিবেদী ওষ্ঠ জুড়ে আমার হবে বসবাস
তব দর্শনে সখি হে, হলো আমার সুর্পনখা সর্বনাশ!
দিন হীন ছন্দাসিক আমি, পান্ডুলিপি সম্বল, অর্থ বিত্তহীন
ভেবে দেখো, বর্ণ শব্দ বাক্যে সাজানো বেকার, মিটাতে পারবে না ক্ষুধায় পেটের ঋণ!
তোমার ভিতর অন্তর্নিহিত যাদুতে বাড়িয়ে দিলে, ম-ম কাব্যের শক্তি
আবেগের কাঠ গড়ায় সম্ভোগেচ্ছায়, উত্তীর্ণ ব্যাজ্ঞনা তোমার করি ভক্তি !
আজ, এখন থেকে ইন্দ্রেয়ের উল্লসিত ঝাপটানো ডানা শুধু তোমার বক্ষ পুটে
বরাদ্দ সবকিছু, তুমি এগিয়ে এসো দুবাহু বাড়িয়ে, ধরো "গন্দম পাত্র", আমি খাবো চেটে পুটে !