কলমেঃ বাসুদেব বসু
ছোট বেলার
অনেক কথা,
আজও মনে পড়ে
আম কুড়াবার কথা।
ঝড় আসে
ঈশান কোন থেকে,
সবাই জড়ো হতাম
সিঁদুর আমগাছ তলাতে।
আমগুলোতে পাক ধরেছে
খেতে মজা ভারী,
সব কথা স্মৃতি হয়ে বাজে
শুধু মনে পড়ে তারি।
শাখা দোলায়ে দোল খেত
বাতাসের বেগে,
বাতাসের সাথে সাথে
আমগুলো পড়তো টপ টপ করে।
সে সকল বন্ধুরা
নাই আজ কাছে,
কে কোথায় খোঁজ নাই?
শুধু স্মৃতিতে জাগে।
ঠাকুরদাদা ও দিদির কথা
থেকে থেকে জাগে অন্তরে,
কখন জীবন রবি ডুবে যাবে
তাই আজ জাগে মনে।