কলমে: জোনাকি আফরিন জুঁই
মরিয়া গেলেই ভুলিবে সবে
তবে,কিসের এতো বড়াই,
অথচ বাঁচার জন্য এই দুনিয়ায়
করেছো কতো লড়াই।
গরিবের পেটে লাথি মাড়িয়া
ছিনিয়েছো টাকা কড়ি,
শেষ বয়সে এসে বলছো
খোদার পায়ে ধরি।
জোয়ান কালে টাকার নেশায়
ছিলোনা তোমার হুঁশ,
পুলিশ আদালতের ভয় দেখিয়ে
খেয়েছো কতো ঘুষ।
কতো মানুষ অত্যাচারে
ফেলেছে চোখের পানি,
এতোই পাষাণ ছিলে যে তুমি
মায়া হয়নি একটু খানি।
টাকার নেশায় মগ্ন ছিলে
হুঁশ ছিলোনা তখন,
বয়স কালে হুঁশ এসেছে
বুঝেছো তুমি এখন !"