
সাইফ উল্লাহ, স্টাফ রিপোটার:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়। ব্র্যাকের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্প সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় প্রকল্প কাজ করা হচ্ছে। জলবায়ু সংবেদনশীল রোগ হল এমন স্বাস্থ্য গত অবস্থা যা জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাহিত হয়। সমন্বয় সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার
আসাদ বিন খলিল রাহাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলার ইউএইচ, এফপিও,ইউএইচসি
ডা: সুবীর সরকার, ধর্মপাশা উপজেলার সমাজ সেবা অফিসার তৌফিক আহমেদ, ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুর কবির, ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, ধর্মপাশা স্টেশন অফিসার ফায়ার সার্ভিস মো.লিয়াকত আলী, ধর্মপাশা সদর ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক সরফরাজ আহম্মদ খান, ব্র্যাকের সিসিএইচ,বিএইচপি, অফিসার, দিপ্র রায় দিপ্ত, ধর্মপাশা ব্রাঞ্চ ম্যানেজার,ব্র্যাক এরিয়া অফিস মো.আবুল কাশেম, শাখা হিসাব রক্ষন কর্মকতা মো.ফিরোজ শাহী,আইডিও,আইডিপি অনন্দিতা বিশ্বাস, পিএ,ম্যালেরিয়া শফিকুল ইসলাম প্রমূখ।