
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে আন্তঃজেলা ভিসা প্রতারক চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মাননীয় পুলিশ সুপার জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান-এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন-এর নেতৃত্বে ২৭ অক্টোবর রাতভর এসব অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে সৈয়দপুর পৌরসভার কয়নিজপাড়া এলাকায় আসামি মোঃ শাহনেওয়াজ আক্তার সোয়েব (২৭), পিতা—মোঃ আকতার হোসেন, সাং—কয়নিজপাড়া, থানা—সৈয়দপুর, জেলা—নীলফামারীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই রাতে দ্বিতীয় অভিযানে কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গারহাট নয়নখাল গ্রাম থেকে গ্রেফতার করা হয় আসামি মোঃ মমিনুল ইসলাম (২১), পিতা—মোঃ সিরাজুল ইসলাম, সাং—নয়নখাল ডাঙ্গারহাট, থানা—কিশোরগঞ্জ, জেলা—নীলফামারী।
তল্লাশীকালে দুই আসামির নিকট থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি DELL ব্র্যান্ডের ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ ২৭ অক্টোবর ২০২৫ তারিখে রাত্রি ১টা ২৫ মিনিট ও ২টা ১৫ মিনিটে পৃথক পৃথক জব্দ তালিকার মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা:
১. সৈয়দপুর থানায় এফআইআর নং-২৫, তারিখ: ২৭/১০/২০২৫, জিআর নং-২৩৪, ধারা: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২২(২)/২৪(২)/২৭(২) অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
২. কিশোরগঞ্জ থানায় এফআইআর নং-২৫, তারিখ: ২৭/১০/২০২৫, ধারা: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২(২)/২৪(২)/২৭(২) অনুযায়ী আরেকটি মামলা রুজু করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশগামী সাধারণ মানুষকে ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।