
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবের বাজারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রূপালী ব্যাংক পিএলসি ভবের বাজার শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন।
রূপালী ব্যাংক পিএলসি ভবের বাজার শাখার ব্যবস্থাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলজার হোসেন, রূপালী ব্যাংক পিএলসি ভবের বাজার শাখার গ্রাহক মাস্টার মোঃ আবু তাইদ, রূপালী ব্যাংক পিএলসি ভবের বাজার শাখার সিনিয়র অফিসার মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি ভবের বাজার শাখার গ্রাহক হাজী আলা মিয়া, ব্র্যাক প্রবাসবন্ধু ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি শেখ ফজর আলী, রাজনীতিবিদ মোঃ আব্দুল ওয়াহাব, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সাইদ মিয়া, মোঃ আজমল খান, মাস্টার আব্দুল বশির, ব্যবসায়ী লুকমান খান, আজকের জনকথা পত্রিকার বার্তা সম্পাদক প্রভাষক জাহিদ হাসান, ব্যবাসায়ী আব্দুল হামিদ, মোঃ সুজা মিয়া, কামরান আহমদ রানু প্রমুখ।
অনুষ্ঠানে ৭ জন গ্রাহকের মাঝে ৬ লক্ষ টাকা প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।
গ্রাহকদের সেবাদানে সফলতার জন্য রূপালী ব্যাংক পিএলসি ভবের বাজার শাখার ব্যবস্থাপক সহ সংশ্লিষ্ট সবার প্রশংসা করা হয়।