খুলনা অফিস:-
আদর্শ পরিবার সমাজ ও রাষ্ট্র গঠনে শিশুকাল থেকেই নিজ নিজ সন্তানদের নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার বিকল্প নেই। নবিজী বলেছেন, ‘তোমরা নিজেদের সন্তানদের স্নেহ কর এবং তাদের আদর্শ শিক্ষায় গড়ে তোলো।আজ যারা শিশু আগামী দিনে তারাই যুবক। সুন্দর সমাজ ও রাষ্ট্রগঠনে তারাই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। তারাই হবে সুশোভিত ও গৌরবময় ভবিষ্যতের পথনির্দেশক। প্রত্যেক শিশুর মাঝেই লুকিয়ে আছে ভবিষ্যতের সুন্দর পৃথিবী। আল্লাহ তাআলা বলেন, ‘ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা তোমাদের সন্তানদের মহৎ করে গড়ে তোলো এবং তাদের উত্তম আদব তথা শিষ্টাচার শিক্ষা দাও,নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, ‘সন্তানদের আদব তথা শিষ্টাচার শিক্ষা দেওয়া সম্পদ দান করা অপেক্ষা উত্তম।শিশুদের আদর্শ শিক্ষার ব্যাপারে ইসলামই সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে। কোরআনুল কারিমে মহান আল্লাহ শিক্ষার গুরুত্ব দিয়ে মহাগ্রন্থ আল-কোরআন নাজিল করেন। যার প্রথম ঘোষণাই ছিল- ইকরা; পড়ুন। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি কল্পনা করা যায়।ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র তথা দুনিয়া ও পরকালের সফলতায় পৌঁছার অন্যতম উপায় হচ্ছে আদর্শ জাতি গঠন ও উত্তম শিক্ষাগ্রহণ। ইসলাম শিশুকাল থেকেই এ শিক্ষা গ্রহণেরই দিকনির্দেশনা দেয়। জাগতিক ও পরকালিন জীবনের সফলতার জন্য শিক্ষা একান্ত প্রয়োজন ।কোরআন-সুন্নাহভিত্তিক সুশিক্ষায়ই হতে পারে মুক্তির একমাত্র উপায়। শিশুরা ছোট বয়সে কোরআন-সুন্নাহর উন্নত শিক্ষা পেলে স্বার্থক হবে দুনিয়া ও পরকালীন জীবন।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে নিজ নিজ সন্তানদের শিশু বয়স থেকে ইসলামি শিক্ষায় গড়ে তোলার তাওফিক দান করুন।
নগরীর সোনাডাঙ্গাস্ত আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেম এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বিত রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসায় আজ রাত ৮ টায় ২ জন ছাত্র কে হিফৃয এবং ৪ জন ছাত্র কে নাযেরা সবক প্রদান করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
সবক প্রদান করেন অএ মাদরাসার হিফৃয বিভাগের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ আয়াতুল্লাহ সুলতান খান। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ জাকির হোসেন, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ, হাফেজ মুহাম্মদ ইব্রাহিম সহ অএ মাদরাসার অভিভাবক ও অভিভাবকা বৃন্দ।
আজকে যে সকল ছাএদের সবক প্রদান করা হয়েছে তাঁরা হচ্ছে
"মোঃ আল আরাফ শাফী ও মোঃ আতিকুর রহমান আরজু কে হিফৃয সবক এবং মোঃ আব্দুল্লাহ আল জুনায়েদ, মোঃ মেহরাব হোসেন সামী,জি এম আরহাম, মোঃ তাইছাফ ইসলাম তাহান কে নাযেরা সবক প্রদান করা হয়।