
নারী তুমি শ্রেষ্ঠ মানব।
শ্রেষ্ঠত্ব তোমার গুনো গান,
বলিয়াছেন তাহা আল্লাহ মহান!
হে নারী তুমি যে শ্রেষ্ঠ মহীয়সী,
সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক গর্ভধারণী।
নারী তুমি শ্রেষ্ঠ মাতা,
জগত সংসার জানে তাহা।
নারী তোমারে যে করিয়াছেন সম্মান,
তিনি তো মোর সেই আল্লাহ মহান।
নারী তুমি করিও না নিজেরে অসম্মান,
যাহা দ্বারা রাগান্বিত হয় আমার আল্লাহ মহান!