
কলমে: মোহাম্মদ সহিদুল আলম
পুড়ছে জীবন, পুড়ছে মানুষ! মানুষের জীবনের মূল্য আজ কোথায়? পুড়ছে কখনো বসতি, কখনো জন জীবন!
কঠিনতর বিপদের পূরণাবৃত্তি না হওয়ার সচেতনতা আর সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ এবং পরিপূর্ণ বাস্তবায়নের অভাবে, বারবার দুঃখজনক দুর্ঘটনা !
এ সব জেনেও নেই কোন পরিবর্তন! প্রিয়জন হারানোর বেদনায় আজ দিশাহারা বহু পরিবার!
অনায়াসে বলে থাকি পৃথিবী বদলে গেছে! আসলে পৃথিবী নয়,বদলেছে মানুষ! মানুষের কর্ম ও মূল্যবোধ।
অর্থ না থাকলে জীবন বেদনায়ক! আর এক নিমিষেই জীবন পুড়ছে অহরহ! এক শ্রেনীর কিছু মানুষের জন্য সমাজের এই পরিস্থিতি!
অর্থের লালসায় বিপদগামী হচ্ছে নিয়ম নীতিমালা! বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ! এমন বিপদ না বলেই, সকলের জীবনেই আসতে পারে!
সমাজের সবখানেই মানুষ যদি সচেতন না হন! সরকার একা কি করবেন! সব ভয়াবহ দূর্যোগ কাটিয়ে উঠুক আমাদের সোনার বাংলাদেশ।