মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ, ক্রয়-বিক্রয় ও ভাঙার মেশিন ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে এক পাথর ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ (মঙ্গলবার) ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে গয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির।
অভিযান চলাকালীন অবৈধভাবে পাথর মজুদ ও বিক্রির অভিযোগে একজন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল প্রশাসনকে সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ পাথর উত্তোলন ও বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
ডিমলা উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে পরিবেশ ও নদী রক্ষা করা যায় এবং অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরও জোরদার করা হয়।