বিথী চাকমা, রাঙ্গামাটি থেকে:
গত ২৮ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের সহ -শিক্ষা কার্যক্রম অংশ হিসেবে রাঙ্গামাটি ইউনিটের সহযোগিতায় রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত রেড ক্রস / রেড ক্রিসেন্টের প্রাথমিক সেবা প্রশিক্ষণ দ্বিতীয় দিনের ট্রেনিং অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের সিনিয়র যুব সদস্য বৃন্দ। একজন যুব সদস্য হিসেবে তাদের যে কার্যক্রম গুলো রয়েছে সেগুলো ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্র ছাত্রী মাঝে তুলে ধরেছেন। একজন আহত ব্যক্তিকে কিভাবে তাৎক্ষনিক সেবা দেওয়া যায় সে সব বিস্তারিত বুঝিয়েছেন রাঙ্গামাটি ইউনিটের উপস্থিত যুব সদস্য বৃন্দ। রেডক্রিসেন্ট একটি মানবতার সংগঠন। এবং এটি একটি নিরপেক্ষ সংগঠন। এই সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবায় কাজ করে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে বন্যা এবং প্রাকৃতিক দূর্যোগে সহযোগীতার হাত বাড়িয়ে অনন্য ভুমিকা রেখেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিট।