
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
২৯ অক্টোবর (বুধবার) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন, সেখানে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন, রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কিনাও তা জানতে চান। রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা পাচ্ছেন বলে সিভিল সার্জনকে অবগত করেন।
একইদিন তিনি ট্রমা সেন্টার পরিদর্শন করেছেন। সেখানেও চিকিৎসক ও রোগিদের সাথে কথা বলেন। ট্রমা সেন্টারে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকে নির্দেশনাও প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন,উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) উপজেলা মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রক) ডা. সাদেকুল আলম, লোহাগাড়া ট্রমা সেন্টারের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট( ইপিআই) মোহাম্মদ আলী, স্বাস্থ্য সহকারি আবুল কালাম ও অনিক চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।