কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
কি অদ্ভুত দুনিয়া! দুটি আঁখি কাঁদে কখনো খুশিতে আবার কখনোও বেদনায়! অল্প সময়ের মধ্যে সব আবার স্বাভাবিক হয়েও যায়।
কিছু কান্না জীবন সাথী হয়ে যায়, গর্ভধারিনী মা জননী যখন তাঁর সন্তান হারায়! অবৈধভাবে রাজত্ব পরিচালনা,
গুম- খুব -হত্যায় হারিয়েছে বহু প্রাণ!
এ কেমন রাজনীতি! কিছু মানুষ রাজত্ব পাওয়ার জন্য নানান কৌশলে ব্যস্ত। বাংলার মায়ের সন্তানদের প্রাণের বিনিময়ে অর্জিত আজ এই বাংলাদেশ! বহু মা হারিয়েছেন নিজ সন্তানকে!
সেই সন্তান হারানো দুঃখিনী মা জননী'র কান্নায় জীবন সাথী! দেশের মানুষ যেন ভুলে না যায়। পূর্ণ বিচার প্রয়োজন, অবহেলায় আবারও নতুন করে নতুন রূপে রাজত্ব পরিচালনার কারিগর, যেমনটি সাইনবোর্ড পরিবর্তন।