খুলনা অফিস:-
খুলনা নগরীর সোনাডাঙ্গাস্হ নবপল্লী কমিউনিটি সেন্টারে অবস্থিত দেশ বাংলা একাডেমির কার্যালয়ে বুধবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশ বাংলা একাডেমির সভাপতি আমিনুল হক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বাংলা একাডেমির প্রধান উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু।
প্রধান আলোচক ছিলেন মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা মফিজুর রহমান টুকু ,
দেশ বাংলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী ইনছার এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা দেশ আহমেদ রাজু,
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলাম, সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক রঞ্জু আক্তার, প্রচার সম্পাদক মোঃ মাছুদ গাজী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সামছুল হক, খুলনা বাউল একাডেমির সাধারণ সম্পাদক আলম দেওয়ান, সাদিয়া, নুরুল ইসলাম গুরু এবং মরহুমের ছোট ছেলে মুশফিকুর হাসান অভি ও জামাতা রোমেল শেখ সাংবাদিক অলিন হোসেন অন্তর প্রমুখ।
বক্তারা মরহুম শেখ জামাল উদ্দিনের সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবং তাঁকে একজন সৎ, মানবিক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে উল্লেখ করেন এবং বক্তারা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ ইমরান হোসেন দেওয়ান।
এ সময় একাডেমির উপদেষ্টা, সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ বাংলা একাডেমির উপদেষ্টা ব্যাংকার মরহুম শেখ জামাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় খুলনা রেলস্টেশনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়
দোয়া ও শোক সভায় বক্তারা আরও বলেন
সামাজিক কর্মকান্ডে নিবেদিত প্রাণ শেখ জামাল উদ্দীন। সোনাডাঙ্গা থানার অন্তর্গত ১৮ নং ওয়ার্ডের দারুল আমান মহল্লা নিবাসী জনতা ব্যাংকের খুলনা শাখার সিনিয়র অফিসার (অব:) ম্যানেজার ও একজন সদালাপী সামাজিক সেবামূলক কর্মকান্ডের সাথে নিবিড় ভাবে জড়িত জনাব শেখ জামাল উদ্দীন ২৩ অক্টোবর রাত ৯:৩০মি: ব্রেন স্ট্রোক জনিত কারনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। যেমন খুলনা মেট্রোপলিটন কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি , শহীদ সোহরাওয়ার্দী কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য, দারুল আমান মহল্লা জামে মসজিদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য,দারুল আমান ও দারুস সালাম মহল্লা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি , খুলনা জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সহ জীবদ্দশায় অসংখ্য সামাজিক সেবামূলক সংগঠনের কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।
মরহুমের দুই ছেলে এক মেয়ে, পুত্রবধূ জামাতা, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য মরহুমের ছোট ছেলে মুশফিকুর হাসান অভি রোটারী ইন্টার ন্যাশনালের অন্তর্ভুক্ত যুব সংগঠন রোটার্যাক্ট মুভমেন্টের রোটার্যাক্ট ক্লাব অব খুলনা রুপসার প্রাক্তন সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা মহানগরের সাবেক দপ্তর সম্পাদক এ সোনাডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব ছিল। বড়ো ছেলে মাসকুর হাসান ফ্রান্স বর্তমান জাতীয়তাবাদী যুবদলের খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সকলেই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন আমীন।