শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা ৫,২৯৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৯ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিত হলো জেলাপ্রশাসন মেধা যাচাই পরীক্ষা ২৯ অক্টোবর (বুধবার) উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ৫,২৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ্ এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন,মেধা যাচাই পরীক্ষার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতাই নয়, বরং বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকদের পাঠদানের মান ও কার্যকারিতাও মূল্যায়ন করা হবে।
শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও মানোন্নয়নের এই উদ্যোগকে উপজেলার শিক্ষানুরাগী মহল অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

জেলাপ্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব, পাঠে মনোযোগ এবং শিক্ষকদের দায়বদ্ধতা, তিনটিই একসাথে বাড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্যোগটি দেশের প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিক্ষা ও মেধাভিত্তিক মূল্যায়নের নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102