মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ঐতিহ্যবাহী ও পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত ‘নীলসাগর’ দিঘীর সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে স্থানীয় সরকার বিভাগের “সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত)প্রকল্পের আওতায়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, এলজিইডি নীলফামারীর নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ, এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান।
জেলা প্রশাসক উদ্বোধন শেষে বলেন,
নীলসাগর শুধু নীলফামারীর নয়, এটি উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য। এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পর্যটন সুযোগ বাড়বে, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে।”
প্রকল্পের আওতায় নীলসাগরের পাড় সংস্কার, সৌন্দর্য বর্ধন, বসার জায়গা, ওয়াকওয়ে, আলো স্থাপনসহ দর্শনার্থীদের জন্য নানা সুবিধা যুক্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এই প্রকল্প শুরু হওয়ায় তারা আনন্দিত। এর মাধ্যমে নীলসাগর আবারও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছেন তারা।