
ঐ সেদিনকার মেঘলা আকাশ
চায়ের চুমুকে তোমার আভাস।
ভুলে গেছি আমারে, আমি কে?
তোমার ভূমিকায় হারাই নিজেকে।
পদ্ম বনে কে ছিল সে,
তুমি হীনা দিবা নিশি যে।
অন্ধকারে পথ ভুলে যাই,
পদ্মবনে ঝোপের মেলায়।
নামি বেনামি কত কিছু তুমি,
যে পদ্ম আমার সে পদ্ম তুমি।
সে পদ্মের মন মাতানো রূপ,
আমি হারাই দেবীর শতরুপ।
হে পদ্মাবতী রচয়িতা আমি,
এ যেন সেই রূপসী মেয়ে তুমি।
হ্যা গজদন্তিনী প্রিয়সখা আমার,
বহ্নি অনলে পুড়ছি যেন রোজই।
তুমি সে অনল,আমার বহ্নি,
রুখে দাঁড়ানোর অভ্যেসে মন ভোলানো আঁখি।
কি নামে ডেকে বলবো বলো তো?
তোমার মনে সর্বত্রই যেন দংশিল রুপের বিশের বাঁশি।