শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল-এর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৮ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রামে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল-এর উদ্যোগে “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাধারণ নারীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।
তিনি তাঁর বক্তব্যে বলেন —
“ব্রেস্ট ক্যান্সার ভয় নয়, সময়মতো শনাক্ত ও চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। প্রতি নারীকে প্রতি এক থেকে তিন বছর অন্তর নিজের স্তন পরীক্ষা করার অভ্যাস গড়ে তুলতে হবে।সচেতনতা ও সাহসই জীবন রক্ষা করতে পারে।”

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত জাহান, আরো বক্তব্য রাখেন ডা. শ্রেয়াসী দে। তাঁরা ব্রেস্ট ক্যান্সারের কারণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া অংশগ্রহণকারীদের ব্রেস্ট সেলফ-এক্সামিনেশন (BSE) পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের সহকারী ম্যানেজার মারুফ হাসান। পুরো প্রোগ্রামটি প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ পরিবেশে সম্পন্ন হয়।

সেমিনার শেষে প্রায় ১০০ জন মায়ের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়, যার মধ্যে ছিল ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, রক্তচাপ ও ফ্রি ব্লাড সুগার টেস্ট। অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বিষয়ক লিফলেট, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও স্বাস্থ্য পরামর্শপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি ডা. ইকবাল হোসাইন সকল নারীকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “একজন সচেতন নারী মানেই একটি সুস্থ পরিবার, একটি শক্তিশালী সমাজ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102