সাইফ উল্লাহ, স্টাফ রিপোটার:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ৪ ঘটিকায় জামালগঞ্জ উপজেলার ফেনারাবক ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ভুতিয়ারপুর গ্রামে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ কালে মনোনয়ন প্রত্যাশী মো: মাহবুবুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্ব হাওরের জলবদ্ধতা, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন ও নারীদের কর্মসংস্থান স্থাপন করতে চাই। আমি আপনাদের সহযোগিতা নিয়ে আজীবন জনকল্যাণ কাজ করব। আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের সেবক হতে চাই। মনোনয়ন প্রত্যাশী মো: মাহবুবুর রহমান আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছি। প্রতিটি পাড়াপাড়ায়, ওয়ার্ডে, গ্রামগঞ্জে উঠান বৈঠকের মাধ্যমে নারীদের মাঝে সচেতনা সৃষ্টি করছি। লিফলেট বিতরণ করছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিব, ইনশাআল্লাহ। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।