মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউছার মিয়া উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন ও একই উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনায় থানায় মামলা হয়। মামলা হওয়ার পরপরই শিক্ষক কাউছারকে ধর্মপাশা পূর্ব বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার বিকাল ৪টায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার মিয়ার কাছে প্রাইভেট পড়ে একই বিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষার্থী। ঘটনার দিন গত রোববার বিকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার মিয়া শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনা গ্রামে তৎক্ষণাৎ প্রকাশ পায়। কিন্তু ঘটনাটিকে রফাদফার মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত গত রাত ১২টার সময় এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। রাতেই আসামি শিক্ষক কাউছারকে ধর্মপাশা পূর্ব বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক জানান, মামলা হওয়ার পর রাতেই আসামি কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।