সাদিয়া আক্তার দীঘি
বনের পশুও ভালোবাসা পেলে
হিংস্রতা ভুলে যায়,
কখনো কখনো কাছের মানুষও
জ্বলে যায় হিংসায়।।
কাছের মানুষ নিতে জানে আর
দিতে পারে শুধু জ্ঞান,
ভোগ লালসায় বড়ো হতে জানে
ত্যাগে নয় মহীয়ান।
ভোগে আর ত্যাগে ভিন্ন ধারায়
জীবন গঠিত হলে,
এক লহমায় নীতিকথাগুলো
যা সে দুপায়ে দলে
পশুরা অবলা ভালোবাসা বোঝে
অল্প তে খুশী ওরা,
মানুষের দাবী সীমা বাধাহীন
কিছুতে যায় না ধরা।
দেশ দুনিয়ায় শিক্ষার মান
ক্রমাগত বদলায়
দাও আর নাও লুটেপুটে খাও
স্বার্থের দুনিয়ায়।