
নিরুদ্দেশের পথে স্বপ্ন
ক্ষীণ হয়ে যাচ্ছে সুখের পরিধি
দুঃখের সাঁকোতে জীবনের চলাচল
অন্ধকার বর্ষাতে ভিজে থাকে রাত
ভোরের রোদের মতো তোমার হাসিতে ভরে না মন
অবলীলায় নিজ ঘরে ডুক যাচ্ছে অন্যায় অপরাধ
ভালোবাসার প্রতিদিনে বাড়ছে নিষ্ঠুরতা।
ছায়ার পৃথিবীতে রোদ ও মেঘের আদিখ্যেতায়
নিঃশব্দের কাছে হেরে যাচ্ছে জীবন
ঘুম ভাঙ্গা পৃথিবীতে দীর্ঘ হচ্ছে প্রতীক্ষার বেসাতি
মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বাড়ছে বিরহীর আর্তনাদ
না পাওয়ার জল জমা চোখে
নিরুদ্দেশের পথে স্বপ্নের আনাগোনা।
হেমন্ত
পাকা ধানে মাঠ ভরেছে কৃষকের মনে গান
সোনা রং ধরনীতে জুড়ায় দেহ-প্রাণ
রোদ শিশিরে ভরে গেছে গাঁয়ের মেঠো পথ
হেমন্তের বাহারি উৎসবে চলে সুখের রথ।
আকাশ থেকে মেঘ মালা দূরে গেছে চলে
সোনা রোদের আলতো ছোঁয়ায় মনে পেখম মেলে
ঘাসের ডগায় শীত শিশিরে হেমন্ত রং ভাসে
গোলা ভরা নতুন ধানে গাঁয়ের বধু হাসে।
সবুজ ঘাসের পাতার ফাঁকে শিউলি ফুল ফোটে
শান্তি সুখের হেমন্তে মন তেপান্তরে ছুটে
হিমেল হাওয়ায় শীতের রানী প্রকৃতিতে আসে
নবান্নের উৎসব চলে হেমন্তেরই মাসে।
পাতার কোণে শিশির হাসে হাওয়ায় দোলে মন
আনন্দের বাড়তি ছোঁয়ায় ভরে যায় ক্ষণ
স্নিগ্ধের হেমন্তে লাজুক রাঙা দিন
জুঁই চামেলির সুবাসে বাজে সুুখের বীণ।
হেমন্ত
হলুদের খামে সবুজের আবহে আসা হেমন্ত
মটরশুঁটির ঘ্রাণে নদীর পাড়ে আনবে শীত
শিশিরের ছোঁয়ায় সোনা রোদে মেতে উঠবে প্রভাত
মাঠের ধানে সুখের গানে ভরবে কৃষকের সরল মন
অগ্রহায়নের হেমন্তে মকমল শীতে প্রকৃতিতে আসবে সজীবতা
শিউলি তলার নরোম রোদে প্রজাপতি গানে ফিরে পাবো প্রাণ
কৃষকের হাসি আর রাখালের বাঁশিতে মন হারাবে সুখের বহুদূর
রাতের বাতাসে ভেসে আসা ঘ্রাণে তৃপ্তির ঘুমে ভরবে রাত।
তুমি এসো
শিঁশিরের স্বচ্ছ জমাট
ভালবাসায়
ভোরের বারান্দায়
তুমি এসো
ভরবে হৃদয়
ভোরের স্নিগ্ধতায়
কেটে যাবে
জীবনের সব অবসান।