
কলমেঃ শাহ্ ফুজায়েল আহমদ
হাওর-বাঁওড়, নদী-নালা, সবুজ শ্যামল তীর,
সেখানে গেয়ে উঠেছিলেন এক আলোর অধীর।
রাধারমন দত্ত, নামটি যেন সুরের মন্ত্র,
বাংলার বুকে জ্বাললেন তিনি প্রেমের অমৃতন্ত্র।
দোল দোলে তাঁর গানে, ভাটির বাতাস বয়,
মনসুন্দরী রাধা যেন কেঁদে উঠে ওই নয়।
তাঁর কণ্ঠে ছিল ভক্তির ছোঁয়া, প্রেমের দোলা,
গ্রামীণ মাটির গন্ধ মিশে—ভাসে মন মধুর বোলা।
এক হাতে একতারা, মুখে বিষাদ ভরা গান,
তবু তাতে ফুটে ওঠে ভালোবাসার টান।
ভক্তি, প্রেম, বিরহ-মধু, জীবনের রাগ,
রাধারমন তুমি হলে বাংলার সুরের ফাগ।
তোমার গানে মানুষ পায় হৃদয়ের ঠিকানা,
ভাটির সুরে এখনো বাজে তোমারই যাত্রাগানা।
লোককবি তুমি অমর, অক্ষয় তোমার ধ্বনি,
রাধারমন দত্ত—ভাটির প্রাণ, বাংলার ধন তুমি।
শাহ্ ফুজায়েল আহমদ
কবি সাহিত্যিক, সাংবাদিক ও সমাজ সেবক
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের কৃতি সন্তান।