
শাকেরা বেগম শিমু
নতুন ধানের গন্ধ নিয়ে
এলো হেমন্ত,
হালকা কুয়াশায় ঢাকা তার-
রূপের নেই অন্ত।
মাঠে মাঠে সোনালি ধান
দুলছে হাওয়ার তালে,
শালিক, বাবুই গান গাইছে
গাছের ও মগডালে।
চাষির মুখে হাসি ভরা,
তুলবে নতুন ধান,
সেই ফসলে নবান্ন হয়,
ভরে চাষার প্রাণ।
কামিনী ফুল সুবাস ছড়ায়
স্নিগ্ধ রজনীতে,
সকাল বেলায় ঝরে পড়ে
উর্বর এ মাটিতে।