আল আমিন হাসান রাব্বি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খানের দাঁড়িপাল্লা প্রতীক এর সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লোহারগাঁও (ডালারপার) গ্রামের জামায়াত নেতা রুমন মিয়ার বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির উদ্দিন এবং পরিচালনা করেন সেক্রেটারি আনোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান।
এই সময় অ্যাডভোকেট ইয়াসীন খান বলেন
"দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়–ইনসাফ, জনগণের অধিকার এবং পরিবর্তনের অঙ্গীকারের প্রতীক। জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়ভিত্তিক প্রশাসনের একটি মডেল হিসেবে গড়ে তুলবো। বর্তমান সময় জনগণ পরিবর্তন চায়—আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।"
তিনি আরও বলেন,
"জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য জনগণই হবে সবচেয়ে বড় শক্তি। আপনারা নৌকা, ধানের শীষ নয়—আপনাদের ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লায় রায় দিন।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান
সিলেট মহানগর জামায়াত নেতা আবুল হাসান চৌধুরী
পাটলী ইউনিয়ন জামায়াত সভাপতি তৈয়বুর রহমান
ইউনিয়ন সেক্রেটারি আলিম উদ্দিন
মিরপুর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সুন্দর আলী
এছাড়া উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন জামায়াতে নেতৃবৃন্দ, কয়েছ মামুন,সুজন শাহ, সামির আহমদ, ইউসুফ আহমদ, আল আমিন হাসান রাব্বি সহ
৯নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি–পেশার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং প্রার্থীকে সমর্থন জানান।