
মো. রায়হান পারভেজ নয়ন,
স্টাফ রিপোর্টার, নীলফামারী
সাংবাদিকদের পেশাগত অধিকার, ন্যায্য প্রাপ্যতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া স্লোগানে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় জেলা শহরের ডিসি মোড়ে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (এনপিইউজে) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এটি ছিল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ।
সমাবেশে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। অংশগ্রহণকারীরা ২১ দফা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারের প্রতি অবিলম্বে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা নবম ও দশম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন, গণমাধ্যমকর্মীদের জন্য সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যার বিচার সম্পন্ন এবং গণমাধ্যমবিরোধী কালা আইন বাতিলের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন এবং সঞ্চালনায় ছিলেন আরেফিনুল ইসলাম এটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা।
বক্তব্যে আতিয়ার রহমান বলেন, “দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকরা আর্থিক সংকটে ভুগছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের জীবনযাপন আরও কঠিন করে তুলেছে। জীবিকার নিশ্চয়তা ছাড়া স্বাধীন সাংবাদিকতা টিকিয়ে রাখা সম্ভব নয়।
সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও মামলা উদ্বেগজনকভাবে বেড়েছে। দ্রুত সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন
রিপন ইসলাম শেখ (সাধারণ সম্পাদক, এনপিইউজে),
নাসির উদ্দিন শাহ মিলন (দৈনিক দিনকাল),
মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ),
মোস্তাফিজুর রহমান সবুজ (সম্পাদক, সাপ্তাহিক নীলচোখ),
হাসান রাব্বি প্রধান (আরটিভি),
মঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) এবং
নুর আলম (সাধারণ সম্পাদক, নীলফামারী প্রেসক্লাব)
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর আরোপিত কর্পোরেট ট্যাক্সের হার কমানো এবং সাংবাদিকদের পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম
আদালত গঠন করা জরুরি।
বিক্ষোভ শেষে সাংবাদিকরা ঘোষণা দেন
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না, কলম ও থামাবে না।