
বিনয় দেবনাথ
প্রতিদিন সূর্য আসে পাখির ঠোঁটে ভর করে-
পানতোয়া।
সজল বর্ষা ছাতকের ছোট্ট ডানায় পাখা মেলে;
হৃদয়ের সব অলিন্দ ভিজিয়ে দিয়ে যায়।
বেঁচে থাকে চির নতুন চির তরুণ হয়ে-
সুন্দর সবকিছু যেন সত্য সম্পর্ক।
অপেক্ষায় থাকা পলক তোলা থেকে ফেলে অব্ধি অনিমেষ;
প্রিয় মুখ চেনা কষ্ট খুঁজে নেওয়া স্মৃতির পাতায়-
যা চির নতুন প্রিয় কিছু শব্দ……….
একটা ভোরের অপেক্ষা।
ছোট্ট শিশির বিন্দু ঘাসের বুকে জমে থাকা;
এ যেন একটা সাত রঙ্গা পৃথিবী।
জানান দেবে দরজায় কড়া নেড়ে-
তাই তো আমার পৃথিবী সবটাই দিলাম……….
শুধু-একটা ভোরের অপেক্ষা…