
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আশায় রোমাঞ্চিত হয়ে পরিপূর্ণতা নিয়ে তোমায় দেখেছিলাম!
নিজের মনে সৌধ শিল্পী হয়ে তোমার প্রতিমা গেড়েছিলাম!
নিজ মনের সভ্যতায় সংসার জীবনে পুরুষ সত্তা পেলামনা
আমি কি তা হলে কল্পনার ফানুস উড়িয়ে সত্যের কাছে গেলাম না?
তুমি-আমি আমরা কি কেউ প্রেম সাগর সাঁতরে নিজেকে চিনি
আমাদের ব্যক্তিগত স্বাতন্ত্রবোধ অহং কি অন্যের ব্যক্তিত্ব মানি?
তুমি আমার নারী সত্তার কদর করলে হয়তো-বা মানিয়ে নিতাম
কল্পনার মানুষ নয় বাস্তব, বস্তুবাদী চিন্তায় ফিরলে হয়তো তোমায় পেতাম!
আসলে বিবাহিত জীবনে প্রেমের কল্পনায় আঁকা নায়ক পাওয়া কষ্টকর
আমাদের আত্মোপলব্ধি জ্ঞান বোধ সবই দান সৃষ্টি কর্তার!
প্রেম সত্য, কেউ কল্পনার পুতুল নয়, দেবতা নয় কেউ
বাস্তব মানুষ টাকে ভালোবেসে সব মেনে নিলে, স্তিমিত হয়না শেষ জীবন পর্যন্ত প্রণয়নের ঢেউ!
বাস্তব ঘরবাঁধা জীবনে হাঁড়িপাতিল, চাল-ডাল স্বার্থের টানাটানি
ভেঙ্গে যায় স্বপ্নের রঙিন জীবন, বুঝতে পারার ব্যর্থতায় হানা হানি!