
স্টাফ রিপোর্টার:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার।
শনিবার (পহেলা নভেম্বর) বিকেল ৪টায়
সুনামগঞ্জ -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে এসময় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, যুবদল নেতা জয়নুল হক জয়, শামীনুর রহমান, রুবেল মিয়া, আলী হোসেন, মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আব্বাস মিয়া, ছাত্রদল নেতা জুয়েব আহমদ, ফাহিম আহমদ, কাহার মিয়া, জুয়েল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।