
শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে রাধারমণ হলে গিয়ে শেষ হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহের সভাপতিত্বে রাধারমণ হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আতিকুর রহমান। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর আলম, পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুর্শেদুল আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, বন্ধন ক্রিস্টাল মহিলা সমবায় সমিতির সদস্য মোছাঃ আফরোজা বেগম, জগন্নাথপুর টেকনিশিয়ান ও সাউন্ড মাইক দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, কলকলিয়া উদয়ন সমবায় সমিতির সভাপতি কামরুল হাসান লিটন, রৌয়াইল হিলালপুর পাবসস সদস্য আশরাফুল হক, সহ সভাপতি রোকন আহমদ এবং কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতির সহ সভাপতি মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুস সোবহান এবং গীতা পাঠ করেন উপেন্দ্র কুমার দাস।
পরিশেষে সমবায় আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য, শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।