শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমিতে অনুষ্ঠিত হলো ভাইভা পরীক্ষা। প্রতিষ্ঠানের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা ভবিষ্যতে চিত্রশিল্পী হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।তিনি জানান, খুলনা আর্ট একাডেমির সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত মোট ২২৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ার সুযোগ পেয়েছে। বর্তমানে ১৬তম ব্যাচের ক্লাস চলমান রয়েছে। ইতোমধ্যে পূর্বের ব্যাচগুলোর ৪০ জনেরও অধিক শিক্ষার্থী দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“যারা শিল্পচর্চা করে তারা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প ও সংস্কৃতি প্রতিষ্ঠানগুলো অর্থের জন্য নয়, বরং দেশকে ভালোবেসে নবীনদের সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই কাজ করে। চারুকলা ভর্তি কোচিং লেখা হয় শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তার উদ্দেশ্য বোঝাতে, এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়।”তিনি আরও জানান,“আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি নবীনদের স্বপ্ন পূরণে সহায়তা করতে। তিনবার স্ট্রোক হওয়ার পরও আমি লড়ে যাচ্ছি শুধুমাত্র তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য।”এই সময় উপস্থিত ছিলেন ঢাকার আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আহমেদ হোসাইন ছানু, যিনি চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে কথা বলে এ ভাইভা পরীক্ষার আয়োজন করেন। পরীক্ষায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন স্যার, এবং উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির ইংরেজি প্রশিক্ষক সৈকত বিশ্বাস। ঢাকা থেকে আগত আহমেদ হোসাইন ছানু ক্লাস পরিদর্শন শেষে অনুভূতি ব্যক্ত করে বলেন,“ঢাকায় বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা আর্ট একাডেমির কার্যক্রম দেখেছি, কিন্তু আজ সরাসরি দেখে অভিভূত হয়েছি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস দাদার প্রচেষ্টা সত্যিই অনন্য। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তাদের আলো মিডিয়া গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।”তার ঘোষণায় নবীন শিল্পীরা করতালির মাধ্যমে আনন্দ প্রকাশ করে। অতিথি নবীন শিক্ষার্থীদের জন্য দোয়া করেন যাতে তারাও পূর্বের শিক্ষার্থীদের মতো তাদের স্বপ্নের চারুকলায় পৌঁছাতে পারে।শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অতিথিদের ধন্যবাদ জানিয়ে নবীন চারুশিল্পীদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102