মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক ল্যাব শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দীন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন -৫ ই আগস্ট আগে চিকিৎসা খাতে সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেট এবং লুটপাটের কারণে সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। সরকারি হাসপাতালগুলোকে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করে জনগণকে জিম্মি করেছিলো।
বর্তমান উদ্যোগের লক্ষ্য- রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য সমান ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা। এজন্য মেডিকেলের প্রতিটি বিভাগে আধুনিক যন্ত্রপাতি, ল্যাব ও প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংযোজনের কাজ চলছে।
স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত, সেবামুখী ও মানবিক করার এই প্রয়াস জনস্বাস্থ্যের উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।