
অন্ধকার সমাজ
মানুষ মানুষকে করে কেন ঘৃণা,
অন্যায়ের আগুনে জ্বলে প্রতিদিন বীণা।
ভালোবাসা মরে যায় প্রতিশোধের ছলে,
করুণা ডুবে যায় অন্ধকার জলে।
ভাইরে ভাই শত্রু হয় রক্তের খেলায়,
বন্ধুত্ব ভাঙে আজ হিংসার মেলায়।
অন্যায়ের জবাব দেয় অন্যায়ের ক্ষণে,
মানবতার প্রদীপ নিভে যায় মনে।
চোখের জলে ভাসে শুধু প্রতিহিংসার রাগ,
হৃদয়ের ভেতরে জমে বিষাদ ভাগ।
শান্তির গান থেমে যায় ক্রোধের স্রোতে,
সমাজ হারায় পথ হিংসার ক্ষণে।
তবুও আশার আলো একদিন জ্বলে,
মানুষ ফিরবে আবার ভালোবাসার দলে।
প্রতিহিংসা পুড়ে ছাই হবে নিশ্চয়,
মানবতার সূর্য উঠবে নতুন জয়।
বিশ্বজামীর দুয়ারে
আমি অধম, তুমি দয়াময়,
তোমার দয়ার আর্জি—
নেই বুঝি তা আমার?
বুঝালে তুমি, হে বিশ্বজামী?
বুঝলাম আজ আমি…
সম্মুখে দাঁড়িয়ে খুঁজছি দয়া,
হে করুণাকামী!
বিষাদ-মনে খুঁজছি তোমায়,
কাঁদছি চোখের জলে—
একবার সাড়া দাও না তুমি
এই অভাগার মনে?
মুসলিম ডাকে “আল্লাহ” তোমায়,
হিন্দু যে “ভগবান”—
এ বিশ্বজামী তোমার হোক,
এই তার জয়গান।