
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে উত্তর আমিরাবাদ এম.বি. উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের ব্যাচের শিক্ষার্থীরা। ব্যাচের বন্ধু গিয়াস উদ্দীন রুবেলের মা আনোয়ারা বেগম (৪৫) স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। বর্তমানে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ লক্ষ টাকা, যা একটি সাধারণ পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তার আহ্বান জানালে তা দ্রুতই ব্যাচের বন্ধুদের নজরে আসে। বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সংগ্রহ করা হয় ১,২০,০০০ টাকা। দেশ ও বিদেশে অবস্থানরত ব্যাচের সদস্যরা একত্রিত হয়ে এই অর্থ সহায়তা পাঠান, যা বর্তমানে চিকিৎসা ব্যয়ে ব্যবহার করা হচ্ছে।
উদ্যোগের পেছনে মূল প্রেরণা ছিল বন্ধুত্বের প্রকৃত অর্থকে বাস্তবে প্রমাণ করা—“বিপদের বন্ধু প্রকৃত বন্ধু।” এই সহায়তা কেবল অর্থনৈতিক নয়; এটি তাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছে।
রুবেলের পরিবার ব্যাচের সকল বন্ধুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সবার জন্য দোয়া প্রার্থনা করেছেন। রুবেলের বাড়ি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুহরীপাড়ায়। পরিবারটি এখনো চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে।
সত্যিকার অর্থে এই মানবিক উদ্যোগ প্রমাণ করে, শিক্ষাজীবনের বন্ধুত্ব কেবল স্মৃতিতে সীমাবদ্ধ নয়—প্রয়োজনে তা জীবনের কঠিন সময়ে আশার আলো হয়ে জ্বলে উঠতে পারে।