
কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
রোগ কখনো বলে কয়ে আসে না! মানুষ মাত্রই জীবনের কোন একসময় অসুস্থ হবেই! চেষ্টা
অব্যাহত থাকা হলো, যতটা সময় নীরোগ থাকা যায়!
আমরা অনেক সময় নিজের অবহেলায় রোগ প্রতিরোধ চিন্তা করি না! নেই না অল্পতে
প্রয়োজনীয় ব্যবস্থা বা সাবধানতা! বেশি হয়ে গেলে কষ্ট পায়!
বিধাতা কখনোই বলেননি নিজের শরীরের উপর কষ্ট দিতে। একজন মা কতো কষ্ট করে সন্তানকে লালন-পালন করে বড়ো
করেন, জীবনের সবটুকু দিয়ে!
সন্তানের একটু আঁচড়ে মায়ের বুক খত হওয়ার উপক্রম হয়! মায়ের মতো করে কেহই করেন না
এই দুনিয়ায়! সেই মায়ের সন্তান নিজের ভুল সিদ্ধান্তে রোগে হয় আক্রান্ত!
সময় থাকতে সময়ের দাম দেই না! অসময়ে পরীক্ষা-নিরীক্ষা আর চিকিৎসা। একটা সময়
পরে আমরা হয়ে যাই নিজেই নিজের বোঝা!