
কলমে: সেলিম ইসলাম সাদিক
প্রভাত বেলায় উল্লাসে ছিলে,
কাঁদছো কেন রাতে।
কাল ছিলে তুমি জমিদার,
আজ কেন তুমি পথে!
যেভাবে তোমায় দিয়েছিলো,
এই তল্লাটের জমিদারি।
সেভাবে আবার দিবে তোমায়,
হাতে ভিক্ষার থালি।
ভাবো তো দেখি আপন মানসে,
কিবা তার কারণ?
সকল কিছুর নিয়ন্ত্রণ,
করে যে একজন।
তাই সময়ের ব্যবধানে তুমি,
করোনা বেইমানি।
সকল হিসাব দিতে হবে তোমায়, তোমায় দিলাম জানি।
সময়ের ব্যবধানে তুমি-
হয়ে রাজা-বাদশা।
মনে তোমার যা আসে-
তাই করো না।
পন্থে পা ফেলো হিসাব করিয়া,
যতদূর আসা যায়।
এমন দূরত্বে পা ফেলো না,
যাতে ভেঙ্গে যায়।
সময়ের ব্যবধানে অন্যরে তুমি,
করোনা পদাঘাত।
তোমার পা থাকবেনা,
তুমি বাদশা একরাত।