
কলমে: জোনাকি আফরিন জুঁই
মানুষ মানেই বহুরূপী
সুযোগ পেলেই সাজে,
পরিস্থিতি খারাপ হলেই
বুঝায় সে তার কাজে।
উপর দিয়ে সবার সাথে
সাজে অনেক ভালো,
ভেতর দিয়ে মনটা তাহার
কয়লার চেয়েও কালাে।
আগ বাড়িয়ে সবার সাথে
মিল দিতে সে আসে,
কথায় কথায় খিলখিলিয়ে
হিংসার চোখে হাসে।
সকাল হতেই খবর নিতে
এ পাড়া ও পাড়া হাঁটে,
কার যে কখন ক্ষতি করবে
সেই ফন্দিই আঁটে।
একজনের কথা অন্যকে বলে
ঝগড়া বিবাদ ডাকে,
মাঝ দিয়ে সে দুজনের কাছেই
সমান ভলো থাকে !”