গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সেবার জন্য পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে, বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে, ইউনিয়ন মবিলাইজার আলীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক বিশ্বজিৎ কৃঞ্চ চক্রবর্তী। এতে পাথফাইন্ডারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রেজিলিয়েন্স অফিসার পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সিলেটের সোহেল রানা। WLCR প্রকল্পটি মূলত পথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় FIVDB এর মাধ্যমে সিলেটের ৪টি উপজেলা ও সুনামগঞ্জে কার্যক্রম বাস্তবায়ন করছে। এসময় পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কর্তৃক WLCR প্রজেক্ট হতে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সেবার জন্য ২টি অগ্নি নির্বাপক, ৫টি ময়লার ডাস্টবিন, ২টি পানির খাওয়ার ফিল্টার, ১টি টর্চ লাইট,১টি ফাস্ট এইড বক্স সহ ও স্যানিটারী ন্যাপকিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া একই দিন ফারুক আহমেদ কুনকিরী উচ্চ বিদ্যালয়েও এই দূর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়।