শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বন্ধু মহলের আয়োজনে মধ্যমবার নাইট ফুটবল টুর্ণামেন্টের জমজমাট উদ্বোধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঘোষগাঁও ব্রিজ সংলগ্ন হাসান স্পোর্টস গ্রাউন্ডে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বন্ধু মহল আয়োজিত মধ্যমবার নাইট ফুটবল টুর্ণামেন্ট-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন বেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ,ব্যবসায়ী শাহজাহান মিয়া,কৃতি ফুটবলার নজির মিয়া,স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর-এর সাধারণ সম্পাদক আলী হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম,সিনিয়র সদস্য আবু হানিফ সুমন,ফুটবলার শফিউল,জাহিনুর, মাকসুদ, শাহেদ ও রাইসুল।

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়েল, নাছিফ,ইমরান,শামীম, নাঈম, আব্দুল হক প্রমুখ।

প্রধান অতিথি জামাল উদ্দিন বেলাল বলেন,
ক্রীড়াচর্চা যুবসমাজকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রাখে। এমন আয়োজন তরুণদের একত্রিত করে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়— যা সমাজের জন্য অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ অতিথিরা বলেন, জগন্নাথপুরের তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের নাইট টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।

উদ্বোধনী ম্যাচের বাঁশি বাজতেই মাঠে দর্শকের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে হাসান স্পোর্টস গ্রাউন্ড। টুর্ণামেন্টে বিভিন্ন এলাকার প্রতিভাবান ফুটবলারদের অংশগ্রহণে মনমুগ্ধকর খেলা উপহার দেওয়া হয় দর্শকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102