আঁকছে খোকা ছবি
লাল সবুজ রঙ আর,
রঙতুলি টা নিয়ে
দেশের পতাকা আঁকছে সে,
লাল সবুজ রঙ দিয়ে।
মনযোগ দিয়ে আঁকে খোকা,
সবুজের ভিতর লাল।
বাংলাদেশের জাতীয় পতাকা,
থাকবে বেঁচে চিরকাল।
এই পতাকার জন্য জীবন,
দিছে ত্রিশ লাখ তাজা প্রাণ।
দেশের জন্য দুলাখ মা বোন,
সম্ভ্রম তবে করে দান।
দেশটা আমার স্বাধীন করে,
মুক্তি সেনা শহীদ গাজী।
লাল সবুজ রঙ নিয়ে তবে,
আঁকছে খোকা ছবি।
শীতের পাখির দল
শীত কালে আসছে উড়ে,
শীতের পাখির দল।
ধনেশ আর সারস বলছে,
আমরাও যাবো চল।
বালিহাঁস আর পানকৌড়ি,
বলছে ডেকে শোন বালিহাস।
তোমরা সবাই যাচ্ছো কোথা,
তোমার এ'কি পরিহাস?
খবর পেয়ে বক পাখি,
আসলো সেথায় উড়ে।
বলছে তাঁরা খবর পেলাম,
যাচ্ছো নাকি সেই৷ দুরে।
বলছে এবার ধনেশ পাখি,
যাও যদি ভাই সবাই।
আমি তবে কেমন করে,
থাকববো হেথা একাই।
তার চেয়ে ভাই আমায়,
নিয়ে চলো নাশিতউষ্ঞের দেশে,
আমরা সবাই থাকবো সুখে,
মুক্তো স্বাধীন বেশে।
শীতের পাখি বলছে আরও,
তোমরা শোনো ভাই।
শীতের শেষে নিজের দেমে,
ফিরে যেতে মোরা চাই।