শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে পৌরসভার প্রায় ১৫ কোটি টাকার পাঁচটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮ Time View
এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:
দীর্ঘদিন পর অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বেহাল মোরেলগঞ্জ পৌরসভার সড়কগুলোতে। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (সিটিসি–আরপি) প্রকল্পের আওতায় প্রায় ১৪ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে পৌর এলাকার পাঁচটি গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়কের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াজিহুর রহমান, যিনি আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পৌরসভা সূত্রে জানা গেছে, সিটিসি–আরপি প্রকল্পের আওতায় নিচের সড়কগুলোতে কাজ শুরু হয়েছে—

উপজেলা প্রশাসনিক সড়ক থেকে বৈশাখী মোড় পর্যন্ত ৫৫৭ মিটার কার্পেটিং রাস্তা,

নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে বালুর রাস্তা হয়ে কাঠালতলা পর্যন্ত ২,১০০ মিটার,

লঞ্চঘাট থেকে শহরের মেইন সড়ক হয়ে নব্বইরশী বাসস্ট্যান্ড পর্যন্ত ৯৫৮ মিটার,

পুরাতন থানা থেকে প্রাণিসম্পদ কার্যালয় হয়ে স্টিল ব্রিজ পর্যন্ত ৮৩০ মিটারসহ মোট পাঁচটি সড়ক।

এ প্রকল্পটি সরকারি (জিওবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। কাজ শুরু হয়েছে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে, যা শেষ হওয়ার কথা ২০২৬ সালের ১৭ ডিসেম্বর।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. হাবিবুল্লাহ বলেন,

“মোরেলগঞ্জ একটি ‘ক’ শ্রেণির পৌরসভা হলেও দীর্ঘদিন ধরে এখানকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক অবস্থায় ছিল। (সিটিসি–আরপি) প্রকল্পের আওতায় প্রায় ১৫ কোটি টাকার কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে আরও ৩০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। এসব নতুন সড়ক নির্মিত হলে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।”

সড়ক মেরামত ও নতুন নির্মাণকাজ শুরু হওয়ায় পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক সন্তোষ। তারা বলছেন, বহু বছরের ভোগান্তি শেষ করে এই উদ্যোগ তাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবার দ্বার খুলে দেবে।স্থানীয় নাগরিকরা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে বহুদিনের ভোগান্তি কমবে এবং পৌরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবার স্বাদ পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102