
মোঃ রায়হান পারভেজ নয়ন, স্টাফ রিপোর্টার
নীলফামারী:
নীলফামারীতে স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকাশে শুরু হয়েছে দশদিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নীলফামারী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন,
এই উদ্যোক্তা মেলা শুধু পণ্য প্রদর্শন বা বিক্রির স্থান নয় এটি স্থানীয় অর্থনীতির গতিশীলতার প্রতীক। এমন উদ্যোগ উদ্যোক্তাদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি মেলার সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নজরদারির নির্দেশ দেন তিনি।
মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প, হস্তশিল্প, বস্ত্র, খাদ্যপণ্য, কৃষিজাত সামগ্রীসহ নানা ধরনের দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয় চলছে। উদ্যোক্তারা তাদের সৃজনশীল উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাচ্ছেন।
এছাড়া মেলায় প্রতিদিন থাকবে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ইতোমধ্যে মেলায় ব্যাপক সাড়া দিচ্ছেন।
জেলা প্রশাসনের আশা—এই মেলার মাধ্যমে নীলফামারীর ক্ষুদ্র ও কুটির শিল্প নতুন দিক উন্মোচন করবে, যা ভবিষ্যতে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।
মেলা চলবে আগামী দশ দিনব্যাপী, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।