খুলনা অফিস:-
খুলনা আর্ট একাডেমির প্রাক্তন ছাত্র প্রসেনজিৎ ঘোষ শিক্ষা ক্যাডারের ১৮তম নিবন্ধনে খুলনা তিতুমীর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলা বিভাগের সহকারী শিক্ষক পদে নির্বাচিত হয়েছেন।এই আনন্দঘন মুহূর্তে তিনি তাঁর শিল্পগুরু ও খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে মিষ্টি খাইয়ে সম্মান জানান।শিক্ষার্থীর এমন সাফল্যে আপ্লুত হয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন “শিক্ষার্থীর সাফল্যেই একজন শিক্ষকের সাধনা পূর্ণতা পায়। তাদের পথচলা আলোকিত হোক, তারা জাতির সম্পদে পরিণত হবে এটাই আমার বিশ্বাস।২০১০ সাল থেকে খুলনা আর্ট একাডেমি পরিচালনা করে আসছেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। ইতিমধ্যে তাঁর একাডেমির ২২৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।তিনি জানান,“প্রতিটি শিক্ষার্থীর নাম হয়তো মনে রাখা সম্ভব নয়, তবে তাদের স্মৃতি হৃদয়ে অমলিন।”চারুকলা ভর্তি কোচিংয়ের ২০১৫ সালের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী প্রসেনজিৎ ঘোষ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাফল্যের সঙ্গে পড়াশোনা শেষ করেন। দীর্ঘ একাগ্র সাধনা ও পরিশ্রমের ফলে অবশেষে শিক্ষা ক্যাডারে সফলতা অর্জন করে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হলেন।ফলাফল প্রকাশের পর ৬ই নভেম্বর, প্রসেনজিৎ তাঁর প্রিয় শিক্ষক মিলন বিশ্বাসের কাছে তাঁর ভাইজিকে চারুকলায় এডমিশন দেওয়ার জন্য ভর্তি করতে নিয়ে আসেন। দীর্ঘ বছর পর প্রসেনজিৎ খুলনা আর্ট একাডেমিতে আসে।চাকরির পাওয়ার সংবাদে প্রসেনজিৎ ঘোষ কে খুলনা আর্ট একাডেমির ক্ষুদে শিল্পীরা ফুল দিয়ে তাকে অভিনন্দন জানায়। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সরকারি, পরিচালক শিলা বিশ্বাস, সহকারী শিক্ষিকা শর্মী দেবনাথ, ১৬ তম ব্যাচের শিক্ষার্থী সাগর ফকির, মৌমিতা গোলদার,জিনিয়া ইসলাম, সৃজা চ্যাটার্জি , আফিফা,আনায়া বিনতে অনা, রাফসান এবং ক্ষুদে শিল্পী দুয়া। জানা যায়, খুলনা আর্ট একাডেমির ৯ জন শিক্ষার্থী এবার শিক্ষা ক্যাডারে নির্বাচিত হয়েছেন। একাডেমির আরও অনেক শিক্ষার্থী ইতিমধ্যে চারুকলার শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও সবাই স্যারের সঙ্গে দেখা করতে পারেননি।নিজের আবেগ প্রকাশ করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন“আমি তো শিল্পী হতে এসে শিল্পী হতে পারিনি, তবে নবীন শিল্পীদের পথপ্রদর্শক হতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় অর্জন। শিক্ষার্থীর সাফল্যই আমার সাধনার সফলতা।”শেষে তিনি এই প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে চাকরিতে নিয়োজিত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।