
খুলনা অফিস:-
খুলনা আর্ট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং-এর ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম ক্লাসে বাংলা শিক্ষিকা উম্মে আরাফাত মতিয়া সেতু ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নেন মোহনা আক্তার বিভা, জয়দ্যূতি সরকার, পূজা শীল, বন্যা বাছাড়,সাগর ফকির ও তরি গাইন। তিনি খুলনা রায়েরমহল কলেজের বাংলা প্রভাষক।২০০৩ সালে প্রতিষ্ঠিত খুলনা আর্ট একাডেমি একটি স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিশু শিল্পী গড়ে তোলা এবং চারুকলা বিষয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।২০১০ সাল থেকে একাডেমিতে নিয়মিতভাবে চারুকলা ভর্তি কোচিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই দীর্ঘ যাত্রায় খুলনা আর্ট একাডেমির অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, মাধ্যমিক বিদ্যালয় এবং ইন্সপেক্টর পদে দায়িত্ব পালন করে গৌরবের সঙ্গে কাজ করছেন। এমনকি দেশের বাইরে অনেক শিক্ষার্থী চারুকলা শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগও পেয়েছেন।বাংলা ম্যাডাম আরাফাত সেতু ক্লাস শুরু করলে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করে। দীর্ঘ সময় ক্লাস শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীদের কাছে তাদের অনুভূতি জানতে চান। শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এত সুন্দর ক্লাস আমরা আগে কখনো পাইনি; সারাদিনও ম্যাডামের ক্লাস করতে আমাদের ভালো লাগবে।”ম্যাডাম শিক্ষার্থীদের এই আগ্রহ দেখে অত্যন্ত আনন্দিত হন।চিত্রশিল্পী মিলন বিশ্বাস ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে বলেন, “১৬তম ব্যাচের শিক্ষার্থীরা যে স্বপ্ন ও আশা নিয়ে খুলনা আর্ট একাডেমিতে এসেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”