বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক,ধামাইল গানের জনক ও মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত কবির স্মৃতি সংরক্ষণ, সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাধারমণ দত্তের সঙ্গীতধারাকে আরও সমৃদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা সংস্কৃতি কর্মকর্তা হাফিজ মজুমদার, পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গীতিকার মোঃ আছকির আলী, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী স্বতীশ চন্দ্র গোস্বামী, গীতিকার সানুর আলী, সমাজসেবক জিলু মিয়া,স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সৈয়দ নূর,কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা সালেহা পারভীন,উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক ইন্দ্রজিৎ, সাংবাদিক আমিনুর রহমান জিলু ,হুমায়ূন কবীর ফরীদি, আমিনুল হক শিপন, শাহ্ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান,কেশবপুর বাজারের যুগ্মসহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন(আনু)এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।
সভায় বক্তারা বলেন রাধারমণ দত্ত শুধু সিলেট নয়,বাংলা সংস্কৃতির এক অনন্য প্রতীক। তাঁর গান ও দার্শনিক বাণী আজও সমাজে মানবতা,প্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে রাখে।
উল্লেখ্য,আগামী ১০ ও ১১ নভেম্বর দুই দিনব্যাপী জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।