নিজস্ব প্রতিবেদক:
খুলনা আর্ট একাডেমিতে ঢাকা থেকে আগত ইসলাম মেটাল ইন্ডাস্ট্রিজের এ.জি.এম নুননবী সরকার সুমন সফরসঙ্গীসহ পরিদর্শনে আসেন। বুধবার ৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যার পর তিনি খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন। একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন ইসলাম মেটাল ইন্ডাস্ট্রিজের এন.এস.এম সুব্রত বাড়ৈ,
এ.সি.ও মোহাম্মদ হৃদয় মীর, আর.এস.এম মোকলেছুর রহমান, ও ড্রাইভার মোঃ সুজন ইসলাম ।পরিদর্শনের সময় অতিথিরা একাডেমির “সুখ–পুষ্প স্মৃতি ঐতিহ্য সংরক্ষণশালা” ঘুরে দেখেন।চিত্রশিল্পী মিলন বিশ্বাস অতিথিদের একাডেমির ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান,“২০০৩ সালে প্রতিষ্ঠিত খুলনা আর্ট একাডেমি শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে চলেছে। এখানে শুধু ছবি আঁকা নয়, সংগীত, আবৃত্তি, হাতের লেখা, চারুকলা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়ক প্রশিক্ষণসহ শিশুদের মানুষ গড়ার শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি সাহিত্যচর্চার মাধ্যমে সমাজের মানবিকতা ও অসঙ্গতিগুলোও তুলে ধরা হয়। তিনি বলেন আমার এই সংরক্ষণশালায় প্রায় ২০০ প্রকার প্রাচীন নিদর্শন সংরক্ষিত রয়েছে যেমন কৃষকের ব্যবহৃত টুপরি, ঘরামি কাজে ব্যবহৃত কাঠ ছিদ্র করার ‘কূণ’, গ্রামীণ প্রদীপ রাখার ‘দেউরী’সহ বহু ঐতিহ্যবাহী সামগ্রী। এই উদ্যোগের মাধ্যমে হারিয়ে যাওয়া ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।চিত্রশিল্পী মিলন বিশ্বাস জানান, ২০২৫ সালের ৭ মে যমুনা টেলিভিশন তার জীবন ও কর্মযাত্রা নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি তৈরি করেছে। তিনি এজন্য যমুনা টিভির খুলনা ব্যুরো প্রধান প্রবীর বিশ্বাসসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।অতিথিরা একাডেমির এই অনন্য উদ্যোগের প্রশংসা করে বলেন, ইসলাম মেটাল ইন্ডাস্ট্রিজের এ.জি.এম নুননবী সরকার সুমন আপনার এখানে সংরক্ষিত ঐতিহ্যবাহী সামগ্রী দেখে নতুন প্রজন্ম আনন্দিত হবে, শিখবে এবং অতীতের সঙ্গে পরিচিত হবে। এই ধরনের উদ্যোগ সংস্কৃতি ও ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।খুলনার সাংস্কৃতিক মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা আর্ট একাডেমির এই প্রচেষ্টা ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আশা করি ভবিষ্যতে আপনার এই প্রচেষ্টা ও কার্যক্রম দেশ থেকে দেশান্তরে প্রশংসা ছড়িয়ে পড়বে তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সব সময় আমাদের সঙ্গে থেকে শিল্পচর্চা করার সার্বিকভাবে সহযোগিতা করবেন এমন প্রত্যাশা করে অতিথিদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে সুন্দর মুহূর্তের পরি সমাপ্তি ঘটে।