স্টাফ রিপোর্টার, নীলফামারী:
স্থানীয় সেবাখাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)। সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে স্থানীয় আশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় তিন সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও গতিশীল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জাতীয় সংগীত ও টিআইবির থিমসং পরিবেশনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর—সিই মো. আসাদুজ্জামান সনাক নীলফামারীর বিভিন্ন অর্জন, চলমান চ্যালেঞ্জ, অর্জিত শিখন এবং ভবিষ্যৎ অগ্রগতির দিকগুলো উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি শামীমা হক।
পরবর্তী আলোচনায় অংশ নেন সাবেক সনাক সভাপতি ও বর্তমান ইয়েস আহ্বায়ক তাহমিনুল হক ববী, সনাক সহসভাপতি ভূবন চন্দ্র রায়, সদস্য মো. মিজানুর রহমান লিটু, শিরিন বানু, ফওজিয়া ইয়াসমিন জলি এবং টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। এছাড়া ইয়েস ও এসিজি’র নেতৃবৃন্দসহ মোট ২৭ জন অংশগ্রহণকারী স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী উদ্যোগের কার্যকারিতা, সীমাবদ্ধতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত শেয়ার করেন।
বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণ খাতসহ বিভিন্ন সেবাখাতে অনিয়ম চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সাথে ধারাবাহিক অধিপরামর্শ সভা ও পর্যবেক্ষণ চালিয়ে গেলে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন সম্ভব। তাঁরা তথ্য হালনাগাদ ও প্রকাশ নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে সময়মতো সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, পরামর্শ বক্স স্থাপন এবং ভূমি অফিসে হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সনাক সভাপতি মো. আকতারুল আলমের নেতৃত্বে উপস্থিত সবাই দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন। বক্তাদের মতে, এ ধরনের আয়োজন সমাজে দুর্নীতিবিরোধী সচেতনতা আরও বিস্তৃত করবে এবং সনাক, ইয়েস ও এসিজির যৌথ উদ্যোগকে শক্তিশালী করবে।