
সাইফ উল্লাহ, স্টাফ রিপোটার:
ধানের শীষের বিজয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জননেতা আনিসুল হক। বৃহস্পতিবার বিকালে নিজ নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল পরবর্তি পথসভায় যোগ দিয়ে নেতাকর্মীর উদ্দেশ্য তিনি বলেন, ধানের শীষ হচ্ছে এদেশে সাধারণ মানুষের প্রতীক। দেশের সর্বস্তরের মানুষ ধানের শীষকে সমর্থন করে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, বিজয়ী হলে সকল ধর্মের লোকদের সমঅধিকার নিশ্চিত করা হবে। সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড শক্ত হাতে ধমন করা হবে। সকল ধরনের নেতিবাচক কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দুপুরে প্রথমবার নির্বাচনী এলাকায় যান আনিসুল হক। এসময় কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান।